যুগান্তকারী উদ্ভাবন,বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির পেসমেকার(চালের চেয়েও ছোট)বানালেন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বিজ্ঞানীরা,এর দৈর্ঘ্য মাত্র ৩.৫ মিলিমিটার/প্রস্থ ১.৮ মিলিমিটার/ঘনত্ব ১ মিলিমিটার।আকারে ছোট হলেও কার্যকারিতা প্রচলিত যেকোনো পেসমেকারের সমান হলেও, আরও উন্নত পরিষেবা যাতে প্রদান করতে পারে তার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।অস্ত্রোপচার ছাড়াই পেসমেকারটি সরাসরি সিরিঞ্জের মাধ্যমে হৃদপিণ্ডে প্রতিস্থাপন করা সম্ভব,এই ক্ষুদ্র পেসমেকারটি হৃদপিণ্ডে প্রতিস্থাপনের পর গ্যালভানিক সেলটি চারপাশের বায়োফ্লুইডের সংস্পর্শে আসামাত্র সক্রিয় হয়ে ওঠে এবং কাজ শুরু করে দেয়।
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির পেসমেকার(চালের চেয়েও ছোট)!



You must be logged in to post a comment.