চলমান গাছ(ক্যাশাপোনা)
আশ্চর্য এক প্রাকৃতিক অভিযোজনের দৃষ্টান্ত।
পাওয়া যায় ইকুয়েডরের গভীর ট্রপিক্যাল রেন ফরেস্টে। বৈজ্ঞানিক নাম :Socratea exorrhiza,ওয়াকিং পাম নামে পরিচিত।গাছটির উচ্চতা প্রায়১৬-২০মিটার,ব্যাস ১২-১৬ সেমি।এর লম্বা শিকড় গুলি মাটির ওপরে পায়ের মতো খাড়া হয়ে থাকে, টিকে থাকার তাগিদে দিনে গাছটি দুই থেকে তিন সেন্টিমিটার।সর্বোচ্চ ২০ মিটার পর্যন্ত স্থান পরিবর্তন করতে সক্ষম(2বছরে)।
You must be logged in to post a comment.