বিমানের ইঞ্জিন দিয়ে চলতো যে ট্রেন!
সোভিয়েত ইউনিয়ন একটি অবিশ্বাস্য উচ্চগতির নতুন প্রযুক্তির ট্রেন পরীক্ষামূলক ভাবে চালাতে শুরু করেছিল ১৯৭০-এর দশকে।Tupolev Tu-22 বোমারু বিমানের দুটি টার্বোজেট ইঞ্জিন চালাতো ট্রেনটিকে। এর গতি ছিল প্রায় ২৫০ কিমি/ঘণ্টা (আধুনিক বুলেট ট্রেন গতি ৩০০ কিমি/ঘন্টা)শব্দ দূষণ / অত্যধিক ব্যয়বহুল রক্ষণাবেক্ষণের কারণে প্রকল্পটি স্থগিত হয়।
You must be logged in to post a comment.