দ্য গ্রেট স্প্যারো ক্যাম্পেইন!
ফসল বাঁচাতে প্রায় ৩০ লক্ষ চড়ুই পাখি খুন করা হয়েছিল ১৯৫৮।পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ হত্যাকান্ডটি ঘটেছিলো চীনের কমিউনিস্ট নেতা মাও জে দং এর নির্দেশে!চড়ুই বিলুপ্তির ফলে ক্ষেত ছেয়ে গেলো পোকামাকড়ে।দেখা দিলো দুর্ভিক্ষ (দি গ্রেট চাইনিজ ফ্যামিন নামে পরিচিত)।প্রাণ হারায় প্রায় দেড় কোটি মানুষ।সোভিয়েত ইউনিয়ন থেকে কয়েক লাখ চড়ুই আমদানি করে বিপর্যয় সামাল দিতে হয় ( তৈরি হয় বিদেশ থেকে সর্বোচ্চ চড়ুইপাখি আমদানি করার অদ্ভুত রেকর্ড)।
You must be logged in to post a comment.