পৃথিবীর সবচেয়ে প্রাচীন দাবার বোর্ড
হিসেবে বিবেচিত,ভারতের লোথাল(গুজরাট)
থেকে আবিষ্কৃত এই প্রাচীন দাবার বোর্ডটি
যার বয়স আনুমানিক ৪৪০০ বছর।
টেরাকোটার দাবার গুটির সঙ্গে
আধুনিক দাবার গুটির আশ্চর্যজনক মিল রয়েছ!
দাবার পূর্বসূরী চতুরঙ্গ খেলার উৎপত্তি
হয়েছিল হরপ্পা সভ্যতায়।প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানটি
ভারতীয় সংস্কৃতিতে খেলার দীর্ঘস্থায়ী
ঐতিহ্যকে তুলে ধরে।
You must be logged in to post a comment.