মাদকের থেকে বেশি নেশা হয় বিস্ময়কর যে মাছ খেলে!

মাদকের থেকে বেশি নেশা হয় বিস্ময়কর যে মাছ খেলে!

বিস্ময়কর যে মাছ খেলে মাদকের থেকে বেশি নেশা হয়!সোনালী আঁশের ওপর রুপালি ডোরাকাটা এই মাছটি দেখতে ভীষণ সুন্দর।ভূমধ্যসাগর ও আটলান্টিক সাগরের উপকূলে পাওয়া যায়।নাম সারপা সালপা, সালেমা পর্জি’ নামেও পরিচিত ।এই মাছ খেলে যেকোনো মানুষই নেশাগ্রস্ত হয়ে পড়ে।নেশার মাত্রা এতটাই বেশি যে, নেশার ঘোর কাটিয়ে উঠতে ৩৬ ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে।ভয়ঙ্কর মাদক LSD এর সমান নেশা হতে পারে।

কথিত আছে রোমান সম্রাটেরা এই মাছ খেয়ে নেশা, আমোদ করতেন। পলিনেশীয়রা উৎসব-অনুষ্ঠানে এই মাছ খেতে মেতে উঠতেন। এই মাছের খাদ্যাভ্যাসে থাকে ফাইটোপ্ল্যাঙ্কটন জাতীয় অ্যালগি,যা থাকে পসিডোনিয়া ওশিয়ানিয়া নামের সামুদ্রিক ঘাসে!

বিজ্ঞানী মহলে অনুমান, এই অ্যালগির প্রভাবে সারপা সালপার শরীরে টক্সিন তৈরি হয়! মাছটির শরীরে কী ধরনের টক্সিন তৈরি হয়, তা এখনও স্পষ্ট নয় বিজ্ঞানীমহলে।আরেকটি মত হোলো সালেমা পর্জির শরীরে ইন্ডোল গোত্রিও ক্ষার থাকে। যা এলএসডির গঠনের প্রায় সমরূপ। অনেক বিজ্ঞানীর ধারণা সালেমা পর্জির শরীরে ডিমেথলাইট্রাইপথামিন (ডিএমটি) থাকে।

এটি এক ধরনের মাদক জাতীয় পদার্থ, যা অনেক জীবেই থাকে। গবেষকদের মতে, এই ডিএমটির কারণে এই মাছ খেলে নেশা হতে পারে।কিন্তু কী কারণে এই নেশা হয়, তা নিয়ে গবেষণার বিশেষ অগ্রগতি হয়নি। একদল বিজ্ঞানী মনে করেন,শরৎকালে এই মাছে টক্সিসিটির পরিমান সবচেয়ে বেশি থাকে।সেই সময় এই মাছ খেলে নেশা হওয়া অবশম্ভাবি ।রহসময় সারপা সালপা নিয়ে এখনও অনেক প্রশ্নের জবাব রহশ্যই রয়েগেছে।(চিত্র/তথ্য,সংগৃহীত)

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Popular News
Jul 16, 2025, 8:20 AM Newshungar