দিগন্ত বৃস্তিত প্রাণ হীন গম্ভীর রাতে জ্বলে ওঠলো আলেয়া!

দিগন্ত বৃস্তিত প্রাণ হীন গম্ভীর রাতে জ্বলে ওঠলো আলেয়া!

 

 দিগন্ত বৃস্তিত প্রাণ হীন গম্ভীর রাতে ভুপ্ৰিষ্ট থেকে একটু উঁচুতে হঠাৎ হঠাৎ আগুনের শিখা দপ দপ করে জ্বলে ওঠলো । 

বিস্তীর্ণ প্রান্তর /জলাভূমিতে রাতের অন্ধকারে সেই অপ্রাকৃতিক আলোর নড়াচড়া শত শত বছর শিহরিত করেছে আমাদের পূর্বপুরুষ দের অচেতন মনকেও ,উত্তর তখন সম্ভব ছিলোনা পাওয়ার, মনের গহীনের সেসকল অমীমাংসিত প্রশ্ন জন্মদিয়েছে অশরীরীর বাস্তবতা জন্ম নিয়েছে লোকওগাঁথা/গাছমছমে মিথ /অসরীরির আখ্যান।

 

আলেয়া উৎপত্তি নিয়ে বহু মতবাদ প্রচলিত থাকলেও,

সাধারণত বিস্তীর্ণ জলা জঙ্গল বিল আচ্ছন্ন অঞ্চলে বোদ/দাম(হাজারো বছর ধরে সঞ্চিত গাছের লতা /পাতা পচা পাঁক )শুকিয়ে পচনক্রিয়ার মাধ্যমে জমতে থাকে। সেই পচা দাম থেকে উৎপন্ন মিথেন গ্যাস বাতাসের সংঘর্ষে জ্বলে উঠলে তৈরি হয়আলেয়া।আলেয়ার জন্মচক্রে নিরন্তর জলের ধারা ও জলমগ্ন সেঁতসেঁতে পরিবেশ আবশ্যিক একটি অনুকূল পরিবেশ।

মিথেন এবং ফসফিন একই সাথে নীল শিখাসহ জ্বলতে থাকে। ভূপৃষ্ঠে বায়ুপ্রবাহে জ্বলন্ত শিখা গতিশীল/চলমান মনে হয়।যা দেখে ভ্রম আলেয়া চলা ফেরা করছে।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Popular News
Jul 16, 2025, 8:20 AM Newshungar