সূর্যিমামার দেশে!
নরওয়ের লংইয়ারবায়েনে ও স্বালবার্ডে দিন,রাত উভয় সময় আকাশে সূর্য থাকে উপস্থিত এখানে সূর্য মামার নেই কোনো ছুটি, তাই রাতের অন্ধকারের বালাই ও নেই। নির্দিষ্ট সময়ে আমাদের দেশের মতো সূর্য অস্ত যায়না এই এলাকাটিতে। এপ্রিলের ১৯ তারিখ থেকে আগষ্টের ২৩ তারিখ পর্যন্ত সূর্য অস্ত যায়না।
৪ মাসের অধিক সময় দিন থাকে! বিজ্ঞানীরা ব্যাখা দিয়েছেন, পৃথিবী তার নিজ অক্ষের ২৩ ডিগ্রি পরিমাণে হেলানো অবস্থায় রয়েছে। উত্তর ও দক্ষিণ মেরুর হিসেবে, সেখানে প্রতি বছর একবার সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। উত্তরের সুমেরু বৃত্তে সূর্য প্রায় ৬ মাস রোদ স্থায়ী হয়!
You must be logged in to post a comment.