যে শহরে নেই কোন রাস্তা, চলে না কোন গাড়িও!https://youtu.be/BsIiM44CO8U?si=T36wCOWrthcNDxoyইতালির মৎস্যকুমারী ভেনিস।কল্পলোকের গল্পগাথারঅ পরূপ এক জলের নগরী।পৃথিবীর ভাসমান শহরেরতা লিকায় শীর্ষে রয়েছে ভেনিস। শহরটি তার এই সৌন্দর্য্য ৬০০ বছর ধরে রেখেছে।এখানকার,বাসিন্দাদের চলাচলের একমাত্র অবলম্বন বোট।
এই শহরে প্রায় ১১৮ টি দ্বীপপুঞ্জ ও ১৭৭ টি
খাল রয়েছে।এক দ্বীপ থেকে অন্য দ্বীপে
পায়ে হেঁটে যাওয়ার জন্য রয়েছে ৪০৯ টি সেতু।
You must be logged in to post a comment.