জমজদের গ্রাম (কদিনহি- কেরালা)!
মুসলিম অধ্যুষিত ২০০০ পরিবারের বাস রহস্যময় গ্রামটিতে!জমজ বাচ্চা জন্মের উচ্চহারের জন্য গ্রামটি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠেআসে!
২০০৯ সালের তথ্য অনুযায়ী এই গ্রামে ২২০ জোড়া জমজের বসবাস(স্থানীয়দের মতে ৩০০ থেকে ৩৫০)!এ গ্রামে একই চেহারার একাধিক ব্যক্তিকে দেখে হতেপারেন বিভ্রান্ত!দুরবর্তী এলাকায় এ গ্রামের মহিলাদের বিয়ে হলেও তাদের জমজ বাচ্চা জন্ম দেয়ার হার উচ্চই থাকে।
You must be logged in to post a comment.