রহস্য ময় "বাল্ট্রা দ্বীপ"যে দ্বীপে পাখিও উড়েনা/বৃষ্টি পড়েনা!

রহস্য ময় "বাল্ট্রা দ্বীপ"যে দ্বীপে পাখিও উড়েনা/বৃষ্টি পড়েনা!

মানুষ মহাকাশে পারি দিলেও এমন অনেক রহস্যময় স্থান পৃথিবী তে রয়েছে যার রহস্য আজও উদঘাটন করা সম্ভব হয়নি।এমনই একটি রহস্য ময় স্থান হল বাল্ট্রা দ্বীপ। এই দ্দ্বীপে পা রাখলেই আপনি অস্বাভাবিক আচরণ শুরু করবেন।কম্পাসের আচরণও বদলে যায়। উত্তর দিক-নির্দেশকারী কম্পাস কোনো সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে কখনো দিক-নির্দেশক কাঁটা ইচ্ছেমতো ঘুরতে থাকে অথবা ভূল দিক নির্দেশ করে। বাল্ট্রা দ্বীপের ওপর দিয়ে বিমান চলাচল করলেও কম্পাস এমন অদ্ভুত আচরণ করে।

 দীপটিতে অবস্থানকালে মাথা অনেক হালকা হয়ে যায়। অজানা-অচেনা কোন এক জায়গায় হারিয়ে যাওয়ার আশ্চর্য রকম অনুভূতি আচ্ছন্ন করে ফেলে । বেশিক্ষণ এ দ্বীপে থাকলে দ্বীপ থেকে চলে আসার পর কিছুদিন সেই আশ্চর্য অনুভূতি থেকে যায়।

দ্বীপ টিতে কোন গাছ নেই। নেই কোনো পশুপাখি। কোনো পশুপাখি এ দ্বীপে আসতেও চায় না।চেষ্টাকরেও কোনো পশুপাখিকে এই দীপটিতে রাখা যায়নি । বাল্ট্রার পাশে জীবনের পাড়াচুর্য থাকলেও এ দ্বীপে প্রবেশ করেনা।

পাখিরাও উড়তে উড়তে বাল্ট্রার কাছে এসেই ফিরে যায়। দেখে মনে হয় অদৃশ্য কোনো দেয়ালে ধাক্কা খাচ্ছে ওরা। দ্বীপটির চারপাশে প্রচুর বৃষ্টি হলেও এর ভেতরে কোন বৃষ্টির ফোটা পড়ে না। 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Popular News
Jul 16, 2025, 8:20 AM Newshungar