এক লাফেই পার হওয়া যায় যে নদী,
নদীর সমস্ত শর্ত পূরণকরে পৃথিবীর সবচেয়ে সরু নদীর অফিসিয়াল মর্যাদা পেয়েছে উত্তরের ইনার মঙ্গোলিয়া অঞ্চলে হুয়ালাই নদী।১০ হাজার বছর ধরে প্রবাহ একই রকম আছে।গভীরতা গড়পড়তায় ৫০ সেন্টিমিটার গড়প্রস্থ ১৫সেন্টিমিটার,সবচেয়ে সরুপয়েন্টটি মাত্র ৪ সেন্টিমিটার চওড়া,দৈর্ঘ্য ১৭ কিলোমিটার।নদীর জল এঁকেবেঁকে গিয়েপড়েছে হেক্সিগট্যান গ্রাসল্যান্ড ন্যাচার রিজার্ভের দালাই নুর লেকে।
You must be logged in to post a comment.