স্পটেড লেক (কানাডা)
বিশ্বের সবচেয়ে খনিজ সমৃদ্ধ হ্রদ!
অবস্থান:ব্রিটিশ কলাম্বিয়ার ওসোয়ুস শহরের কাছে,
স্থানীয় নাম: কিলুক,বিস্তৃত:১৫হেক্টর,সর্বোচ্চ গভীরতা:৩ মিটার!লেকটিতে প্রচুর পরিমাণে সোডিয়াম সালফেট/ ম্যাগনেসিয়াম সালফেট/ক্যালসিয়াম,সামান্য রূপা এবং টাইটানিয়াম থাকায় গ্রীষ্মকালে লেকটির জল বাস্পায়িত হয়ে জলের উপরিস্তরে খনিজ লবণ গুলো নানা রঙের অপূর্ব (ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে গঠিত)পেটার্ন সৃষ্টি করে যা বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে!
You must be logged in to post a comment.