আবর্জনা পরিষ্কারের গাড়িতে পরিণত করেছিলেন রোলস রয়েস।
রোলস রয়েসকে পরিণত করেছিলেন আবর্জনা পরিষ্কারের গাড়িতে।রাজস্থানের আলোয়ারের মহারাজ জয়সিংহ প্রভাকর।লন্ডনের রোলস রয়েসের শোরুমে পরাধীন ভারতের কালো চামড়ার এক ব্যক্তিকে গাড়ি কেনার ক্ষমতা নেই ভেবে অপমান।প্রতিশোধে আঁতকে ওঠে রোলস রয়েস কর্তৃপক্ষে, চিঠি লিখে ক্ষমা প্রার্থনা করেও নিস্তার পায়নি তারা।
You must be logged in to post a comment.