শীতের কলকাতায় উষ্ণতা ছড়াতে শহরে আসছেন লিওনেল মেসি!
যুবভারতী ক্রীড়াঙ্গনে ২০১১ সালে অনুষ্ঠিত ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হাজির হয়েছিলেন গোটা আর্জেন্টিনা দল সহ মেসি!
এই বছরের ১৩ ডিসেম্বর দ্বিতীয়বার শহরে পা রাখতে চলেছেন(সফর সুচি বিঘ্নিত নাহলে)ক্রিকেটের নন্দনকানন ইডেনে ফুটবলের রাজপুত্র আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলারলিওনেল মেসি!
উক্ত দিনে খুদে ফুটবলারদের সঙ্গে কিছু সময় কাটাবেন মেসি তাছাড়াও সকাল থেকেই থাকবে একাধিক ইভেন্ট!
You must be logged in to post a comment.