যকৃত বা লিভার মানব দেহের ৫০০ টিরও বেশি কাজ একাই সম্পন্ন করে থাকে।
মানবদেহের অঙ্গগুলোর মধ্যে যকৃত বা লিভার হোলো সবচেয়ে বেশি পরিশ্রমীঅঙ্গ।
যকৃত মানবদেহের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অঙ্গ,ও এটি দেহের বৃহত্তম গ্রন্থি!এটি পেটের ঠিক উপরের প্রায় ডানদিকে অবস্থিত। যকৃতের প্রধান কাজগুলির মধ্যে উল্লেখযোগ্য কাজগুলি হলো পিত্ত উৎপাদন, পরিত্যক্ত লোহিত রক্তকোষ বর্জন, প্লাজমা প্রোটিন সংশ্লেষণ,পরিপাক, বিপাক, এবং শরীরের বিষাক্ত পদার্থ দূরীকরণ, ইত্যাদি।
You must be logged in to post a comment.