এবার নির্মিত হচ্ছে প্রথম জলবায়ু নিয়ন্ত্রিত শহর!
জলবায়ু পরিবর্তনের কারণে বেড়েই চলছে বৈশ্বয়িক উষ্ণঅয়ন এর প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে নতুন পরিকল্পনা নিয়ে জোরকদমে চলছে প্রস্তুতি। এমনই এক হাইটেক শহর তৈরি হচ্ছে দুবাইয়ে, (দুবাইতেই রয়েছে বর্তমান বিশ্বের সর্ববৃহৎ টাওয়ার বুর্জ খলিফা)
৪৮ মিলিয়ন বর্গফুট জমির উপর তৈরি হবে এ শহরটি।যা বিশ্বের প্রথম জলবাযু নিয়ন্ত্রিত শহর!এই শহরে থাকবে বিশ্বের সর্ববৃহৎ মল। যেখানে থাকবে বিনোদনের জন্য বিশ্বের সর্ববৃহৎ পার্ক/থিয়েটার /১০০ টি হোটেল/ থাকবে স্বচ্ছ কাঁচে আবৃত রাস্তা।দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম শহরের মডেল টি উদ্বোধন করেছেন । দুবাইয়ে গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে ৫০ ডিগ্রি সেলসিয়ার্স এর বেশি। এর মাধ্যমে গ্রীষ্মকালেও দুবাই হবে পর্যটকদের আকর্ষণীয় স্থান।
You must be logged in to post a comment.