কল্পবিজ্ঞান হতে চলেছে বাস্তব?

কল্পবিজ্ঞান হতে চলেছে বাস্তব?মাত্র ২ ঘণ্টায় বুলেট ট্রেনে চেপে মুম্বই থেকে দুবাই!

২০০০কিমি সমুদ্রের নিচ দিয়ে বিনা ক্লান্তিতে অজানা নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে করতে,মাত্র ২ ঘণ্টায় বুলেট ট্রেনে চেপে মুম্বই থেকে দুবাই!

সংযুক্ত আরব আমিরশাহির ন্যাশনাল অ্যাডভাইজার ব্যুরো এই প্রকল্পের প্রস্তাব পেশ করেছে। প্রাথমিক স্তরের কাজ শুরু হয়েছে ২০১৮ থেকে!ভারত ও আরবের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে দৃঢ় করতে ২০৩০-এর মধ্যে গোটা প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।ট্রেনটির গতিবেগ হবে ঘণ্টায় ৬০০/১০০০কিমি।

যাত্রী ছাড়াও পরিকল্পনার উদ্দেশ্য অপরিশোধিত খনিজ তেল ও জল আমদানি রপ্তানির করার।

প্রকল্পটি বিশাল চ্যালেঞ্জজের সম্মুখীন হয়েছে,

১/পরিবেশগত কারণ,২/বিপুল অর্থায়ন ৩/জটিলপ্রযুক্তি

৪/নিরাপত্তা ঝুকি.....বিভিধ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Popular News
Jul 16, 2025, 8:20 AM Newshungar